
আশরাফুর রহমান হাকিম, নিজেস্ব প্রতিবেদক: মাদারীপুরের ঐতিহ্যবাহী কালকিনি প্রেসক্লাবের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কালকিনি প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আগামী এক বছরের জন্য আসাদুজ্জামান দুলাল (দৈনিক ইত্তেফাক)কে সভাপতি, আশরাফুর রহমান হাকিম (দৈনিক সংবাদ, দৈনিক বাংলার আলোর নিউজ) কে সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন (দৈনিক নয়াদিগন্ত) সিনিয়র সহ-সভাপতি ও আবু সাইয়েদ (পাশা) (একুশের সংবাদ) কে সহ-সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মিন্টু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াসিম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশির।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এটিএন নিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, বাংলা ভিশন ও সমকালের জেলা প্রতিনিধি ফরিদ হোসেন মুপ্তি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।