
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলে ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ সারাদেশে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্যামগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ শিক্ষক কর্মচারীদের শ্যামগঞ্জ আঞ্চলিক শিক্ষকগণ।
শনিবার (২ জুলাই) বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্যামগঞ্জে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জীবন কুমার পÐিত, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, সহকারি শিক্ষক হাসিনা ইয়াসমিন, সিধলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, নেত্রকোনা পূর্বধলার মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রমুখ।