
নুর আলম।উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ করণ এবং সাভারে শিক্ষক উৎপল কুমারকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে পৌর শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখা ও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সভাপতি আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম, সিলেট, সাতক্ষিরা, কিশোরগঞ্জ, নাড়াইল সহ দেশব্যাপী শিক্ষকদের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে উপর্যুক্ত শাস্তির দাবী জানান। এছাড়া শিক্ষকদের নিরাপত্তার জন্য শিক্ষা আইন প্রণয়ন করার দাবী তোলেন।