
মো. আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা শাখার মানববন্ধন। আজ ৫ জুলাই দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ, এস,এম,মনিরুজ্জামান, মেস ও গৃহপরিচারিকা সমিতি, দিনাজপুর এর সদস্য মুক্তা রায়, দিনাজপুর চা দোকানদার সমিতির আহ্বায়ক হামিদুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ গভীর সংকটে নিমজ্জিত একদিকে বেশির ভাগ মানুষ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র্
জনগণের ট্যাক্সের টাকায় সরকারের বিভিন্ন প্রকল্পে লাগামহীন দুর্নীতি, লুটপাট হচ্ছে কিন্তু সাধারন মানুষের জীবন মান উন্নয়নে সরকারের মনযোগ নেই। জনগনের ট্যাক্সের হাজার কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে দিচ্ছে কিন্তু তারা বিদ্যুৎ উৎপাদন করছে না।
এই ভোট ডাকতির সরকার প্রথম দফায় ২০০৮ সাল ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলো ঘরে ঘরে চাকুরী দেবে কিন্তু দেশে কোটি কোটি বেকার তাদের কর্মসংস্থান তৈরির সরকারি কোন উদ্যোগ নেই।উপরুন্ত দেশের মৌলিক শিল্প ধ্বংস করে চলছে।
পাটকল, চিনিকল বন্ধ করে রেখেছে। তারপরের দেশের শ্রমজীবী মানুষ দেশে বিদেশে পরিশ্রম করে য সম্পদ তৈরি করছে তার সিংহভাগই সরকার সরকার ঘনিষ্ঠরা এবং ধনীক শ্রেণীর শাসকগোষ্ঠ, সিন্ডিকেট ব্যবসায়ীর দল বিদেশে পাচার করছে। তাই সরকার এই অর্থপাচারকারীদের গ্রেফতার না করে তাদের রক্ষা করছে।
বক্তারা অবিলম্বে সিন্ডকেট গ্রেফতার, নিত্য পণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ,সকল কর্মক্ষম মানুষের চাকুরী নিশ্চিত করার দাবি জানান। বক্তারা অবিলম্বে সভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্চনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন এ সরকার জনগণের সমস্ত অধিকার হরণ করছে এর বিরুদ্ধে যেন মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে না পারে তার জন্য দেশে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্টপোষকতা দিচ্ছে। বক্তারা সরকার ও শাসকগোষ্ঠীর এই শোষন লুন্ঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সারাদেশের শ্রমিক,কৃষক,দেশপ্রেমিক জনসাধারনকে নিজেদের কাজ,খাদ্য,শিক্ষা,চিকিৎসা, ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।