
মুলাদী প্রতিনিধিঃ মুলাদী পৌরসভার বার বার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেলের পক্ষ থেকে ঈদুল আযহাকে সামনে রেখে পৌরসভার মুক্তিযোদ্ধা, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে ডাঃ ফরিদ উজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ নুরের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষে মুক্তিযোদ্ধা, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার প্রদান করেন যুবলীগ নেতা কাজী কামাল হোসেন।
উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খান, পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, যুবলীগ নেতা হাজ্বী মিঠু সহ মুক্তিযোদ্ধা, ইমাম-মুয়াজ্জিন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।