
প্রেস রিলিজ
র্যাব-১১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সাইনবোর্ড হতে ০৩ চাঁদাবাজ গ্রেফতার॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অপরাধ দমনের চাঁদাবাজদের বিরূদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত পৃথক অভিযানে সিএনজি চালকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে ০৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো ১। মোঃ মিন্টু (৩০), ২। মোঃ মোমেন (৩২) এবং ৩। মোঃ সাজ্জাদ হোসেন (২৪)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ সর্বমোট ৭,৪৯০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মিন্টু শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বুদেরহাট এলাকার মৃত মোঃ আলী হোসেন এর ছেলে, মোঃ মোমেন চাঁদপুর জেলার হাইমচর থানাধীন লক্ষীপুর এলাকার মৃত আঃ গফুর এর ছেলে। তারা উভয়ই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইঘর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। অপর আসামী মোঃ সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কানাইনগর এলাকার মোঃ নাসির খানের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড শান্তিধারা এলাকায় সিএনজি স্ট্যান্ডে ও সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকেরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ….স্বাক্ষরিত…. মোঃ রিজওয়ান সাঈদ জিকু এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ