
দ্বীপজয় সরকার, ময়মনসিংহ :: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ত্রিশালবাসী সহ দেশবাসী সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন মজনু ও সদস্য সচিব আকাশ আহমেদ চঞ্চল।
যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ঈদুল আযহা- মুসলমানদের ত্যাগের শিক্ষা দেয়। ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।
ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ঈদুল আযহা উপলক্ষে ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের পক্ষ থেকে ত্রিশালবাসী ও দেশবাসী সহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।