বাংলাদেশ ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

ধর্ম ও নামাজ নিয়ে কটুক্তি করায় শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ১৭৫৪ বার পড়া হয়েছে

ধর্ম ও নামাজ নিয়ে কটুক্তি করায় শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন

 

রুহুল আমিন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ধর্ম ও নামাজ নিয়ে কটূক্তি করার অভিযোগে শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্বর নতুন বাজারে, ধামশ্বর, কাকরাখী, লক্ষীদিয়া গ্রামের সর্বস্তরের মানুষ ঘন্টাব্যাপি এ মানববন্ধন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কাকরাখী গ্রামের বিশিষ্ট ব্যক্তি শিহাব উদ্দিন (৬২) বলেন, কাকরাখী গ্রামের শুকুর আলীর ছেলে সওকত আলী বাজারে চায়ের দোকানে মুসুল্লিদের কটূক্তিমুলক কথা বলার কারণে আমরা গ্রামবাসি মানববন্ধন করে তার দিষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ধামশ্বর জামে মসজিদের ইমাম আব্দুর রহিম বলেন, মসজিদে আজান দেওয়া, কোরআন মাজীদ তেলাওয়া নিয়ে সওকত আলী বিভিন্ন ধরনের কটু্ক্তি করেন। মুসুল্লিদের বলেন নামাজ পড়ে শয়তানে। এছাড়াও ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলেন তিনি। তাই প্রশাসন যাতে অতিতারাতারি শওকতকে গ্রেফতার করে অইনের আওতায় আনে এই দাবি জানান।

 

 

ধামশ্বর গ্রামের মজনু মিয়া বলেন, নামাজ পড়ে মসজিদ থেকে বেড় হলে নানান ধরনের কটুক্তি মুলক কথা বলে। মসজিদে কোরান তেলাওয়া, গজল চালালে মসজিদে গিয়ে বন্ধ করে দেওয়ার কথা বলে শওকত।

 

 

ধামশ্বর বাজারের ব্যবসায়ী নুরে আলম বলেন, খারাপের ভিতরে যে কাজ গুলো আমরা মনেকরি সেই সব কাজের সাথে জরিত থাকে সওকত আলী। তার নামে হরিরামপুর থানায় মাদক মামলা্ও আছে বলে জানান।

 

 

ধামশ্বরা নতুন বাজারের চা বিক্রেতা রহিতোন বেগম বলেন, শুক্রবার জুমার দিনে মসজিদে আজান দিলে দোকানের টিভি বন্ধ করে দিয়েছি। তখন শওকত আলী বলে টিভি বন্ধ করা যাবে না চলবে। তার কথায় টিভি চালু না করায় সে দোকানের সামনে এসে মুসুল্লিদের বিভিন্ন রকমের কটুক্তিকর কথা বলেন।

 

 

এ বিষয়ে মুঠোফোনে শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি কেন এমন কথা বলব। একটা মহল আমাদের গ্রামবাসিদের মধ্য দাঙ্গা লাগানোর জন্য এমনটা করছেন। আমি মুসলমানের ছেলে আমি কেন ইসলামের বিরোধী কথা বলব।

 

 

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন বলেন, সওকত আলীকে নিয়ে গ্রামের বিতর্ক একটা গেনজামের কথা শুনেছি। তবে আজ মানববন্ধনের কথাটি জানতাম না বলে জানান।

জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

ধর্ম ও নামাজ নিয়ে কটুক্তি করায় শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ১১:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২

 

রুহুল আমিন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ধর্ম ও নামাজ নিয়ে কটূক্তি করার অভিযোগে শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্বর নতুন বাজারে, ধামশ্বর, কাকরাখী, লক্ষীদিয়া গ্রামের সর্বস্তরের মানুষ ঘন্টাব্যাপি এ মানববন্ধন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কাকরাখী গ্রামের বিশিষ্ট ব্যক্তি শিহাব উদ্দিন (৬২) বলেন, কাকরাখী গ্রামের শুকুর আলীর ছেলে সওকত আলী বাজারে চায়ের দোকানে মুসুল্লিদের কটূক্তিমুলক কথা বলার কারণে আমরা গ্রামবাসি মানববন্ধন করে তার দিষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ধামশ্বর জামে মসজিদের ইমাম আব্দুর রহিম বলেন, মসজিদে আজান দেওয়া, কোরআন মাজীদ তেলাওয়া নিয়ে সওকত আলী বিভিন্ন ধরনের কটু্ক্তি করেন। মুসুল্লিদের বলেন নামাজ পড়ে শয়তানে। এছাড়াও ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলেন তিনি। তাই প্রশাসন যাতে অতিতারাতারি শওকতকে গ্রেফতার করে অইনের আওতায় আনে এই দাবি জানান।

 

 

ধামশ্বর গ্রামের মজনু মিয়া বলেন, নামাজ পড়ে মসজিদ থেকে বেড় হলে নানান ধরনের কটুক্তি মুলক কথা বলে। মসজিদে কোরান তেলাওয়া, গজল চালালে মসজিদে গিয়ে বন্ধ করে দেওয়ার কথা বলে শওকত।

 

 

ধামশ্বর বাজারের ব্যবসায়ী নুরে আলম বলেন, খারাপের ভিতরে যে কাজ গুলো আমরা মনেকরি সেই সব কাজের সাথে জরিত থাকে সওকত আলী। তার নামে হরিরামপুর থানায় মাদক মামলা্ও আছে বলে জানান।

 

 

ধামশ্বরা নতুন বাজারের চা বিক্রেতা রহিতোন বেগম বলেন, শুক্রবার জুমার দিনে মসজিদে আজান দিলে দোকানের টিভি বন্ধ করে দিয়েছি। তখন শওকত আলী বলে টিভি বন্ধ করা যাবে না চলবে। তার কথায় টিভি চালু না করায় সে দোকানের সামনে এসে মুসুল্লিদের বিভিন্ন রকমের কটুক্তিকর কথা বলেন।

 

 

এ বিষয়ে মুঠোফোনে শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি কেন এমন কথা বলব। একটা মহল আমাদের গ্রামবাসিদের মধ্য দাঙ্গা লাগানোর জন্য এমনটা করছেন। আমি মুসলমানের ছেলে আমি কেন ইসলামের বিরোধী কথা বলব।

 

 

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন বলেন, সওকত আলীকে নিয়ে গ্রামের বিতর্ক একটা গেনজামের কথা শুনেছি। তবে আজ মানববন্ধনের কথাটি জানতাম না বলে জানান।