
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৬ এর অভিযানে যশোর হতে জালিয়াতি চক্রের ০১ সক্রিয় সদস্য গ্রেফতার।
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, প্রতারক চক্র গ্রেফতার, সমাজে হত্যা ও অপহরণকারী এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও ভালবাসা অর্জন করে আসছে।
র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে যশোর জেলার কেশবপুর থানাধীন আলমগীর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার নামক দোকানে একটি জালিয়াতি চক্রের সন্ধান পায়। যারা জাল সনদপত্র প্রস্তুত করে সাধারন মানুষের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল উক্ত চক্র’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই ২০২২ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার কেশবপুর থানাধীন আলমগীর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার নামক দোকন হতে আসামী ১। মোঃ আলমগীর হোসেন মোড়ল (৩১), থানা-মনিরামপুর, জেলা-যশোরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর দখল হতে জাল সার্টিফিকেটসহ জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।