
বুড়িচং প্রতিনিধি।।
শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে এস আই কাজী হাসান উদ্দিন, এস আই মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালায় ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর এলাকায়। এসময় দুই ব্যক্তি যাত্রী ছাউনিতে মাদক নিয়ে যানবাহনের অপেক্ষা করা অবস্থায় পুলিশ তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদ উল ইসলাম জানান, তার নেতৃত্বে শনিবার দুপুর ফাঁড়ির এস আই কাজী হাসান উদ্দিন, এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তিতে ময়নামতি ইউনিয়ন এর ঘোষনগর নাজিরা বাজার অটোরিকশা স্টেশনে দুই মাদক ব্যবসায়ী মাাদক নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ীরা হলো জেলার আদর্শ সদর উপজেলার উত্তর মাঝিগাছা কাজী বাড়ির মৃত্য শাহজাহানের ছেলে মোঃ সবুজ (২২)ও পিরোজপুর জেলার চলিশা গ্রামের মোঃ কাবুল শেখের ছেলে মোঃ সজিব শেখ প্রকাশ শান্ত (২০)। এঘটনায় দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে।