
মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে স্কুল ছাত্রীকে চোখ উপড়ে, মাথায় ও মুখমন্ডলে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৭আগষ্ট রবিবার বেলা ১২টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের সর্বস্তরের জনসাধারন ঘটনার সাথে জড়িতদের ফাসির দাবী জানিয়ে মানব বন্ধন করে।
জানাগেছে, উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের শাহে আলম হাওলাদারের মেয়ে চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী আখিনুর আক্তার (১৪) গত ৩আগষ্ট বুধবার সকালে খালাতো বোন হালিমা বেগমের বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়।
ঐদিন বিকাল ৪টায় প্রাইভেট পড়ার কথা বলে খালাতো বোনের বাড়ী থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু সে বাড়ীতে না ফেরায় পরের দিন শাহ আলম হাওলাদার খালাতো বোনকে ফোন করে আখিনুরে কথা জিজ্ঞস করলে সে বলে আখিনুরতো ঐদিনই বিকেলে চলে গেছে।
এর পর আখিনুরের পরিবার তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে হতাশ হয়ে পরে। গত ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ সিকদার বাড়ির সামনের খালে ব্রিজের নিচে আখিনুর আক্তার (১৪) এর মুখ বিকৃত লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করে। নিহত আখিনুরের মায়ের দাবী যারা তার কোল খালি করে আখিনুরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।