বাংলাদেশ ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

কৃষকের বন্ধু দাড়াশ সাপ বিলুপ্তি প্রায়। 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ১৬৯৪ বার পড়া হয়েছে
সাইফুর নিশাদ 
নরসিংদী প্রতিনিধিঃ 
সাপ দেখলেই বেশিরভাগ মানুষের স্বভাব মেরে ফেলা। তাদের কাছে সাপ মানেই আতংক। সাপ মানেই বিষধর। কিন্তু বাস্তবতা হলো সব সাপই বিষধর নয়। বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ রয়েছে এবং এই সাপের প্রায় তিন চতুর্থাংশ সাপ  নির্বিষ যার একটি দাড়াশ সাপ কিন্তু তা মানুষ মানতেই চায়না। তাকে দেখা মাত্রই নিমোকহারাম বলে মারার জন্য ছুটে যায় মানুষ।
তাছাড়া গ্রামাঞ্চলের মানুষের মুখে মুখে দাড়াশ সাপ সম্পর্কে ভুল কিছু ধারনা প্রতিষ্ঠিত। কেননা বর্ষার মৌসুমে সাপের উপদ্রব বাড়লে কাউকে দংশন করিলে আন্দাজেই বলে দেয় দাড়াশ সাপে কেটেছে। গ্রামের মানুষেরা এই সাপকে আবার কালি দাড়াশ নামেও ডাকে যাকে অনেক বিষাক্ত সাপ বলে অভিহিত করে। দাড়াশ সাপ মূলত কৃষি জমিতেই থাকতে বেশি পছন্দ করে। যার ফলে কৃষি জমিতে কাজ করার সময় সাপের দেখা মেললেই তাকে মেরে ফেলে কৃষকরা। দাড়াশ সাপ সম্পর্কে মানুষের কুসংস্কারপূর্ন ধারণার ফলে প্রাণ দিতে হয় কৃষকের বন্ধু হিসেবে খ্যাত নির্বিষ এই সাপকে।
মানুষের ধারণা দাড়াশ একটি বিষাক্ত সাপ। যার কামড়ে মানুষের প্রানহানি ঘটে। দেখতেও ভয়ানক। কিন্তু প্রকৃত বাস্তব হলো দাড়াশ একটি নির্বিষ সাপ যা দেখতেও খুব সুন্দর। এই প্রজাতির সাপেরা ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের গায়ের রঙ হালকা বাদামী, হলুদ বাদামী কিংবা জলপাই বাদামী ও হয়ে থাকে। মাথায় কোন ফনা থাকেনা এবং গোখরা সাপের থেকে বেশ সরু।
এদের সবচেয়ে প্রিয় খাবার ইদূর হওয়ায় বিজ্ঞানিরা এর ইংরেজি নাম দিয়েছে( Rat Snake) কোন কোন এলাকায় এই সাপকে দারাজ সাপ নামেও পরিচিত। এরা গাছ বেয়ে উঠতে বেশ দক্ষ, দ্রুত ছুটতেও পারে। এই সাপ ডজনখানেক আঠালো ডিম পাড়ে যা দুই মাসের মধ্যে বাচ্চা ফুটাতে সক্ষম।
এই সাপ যে জমিতে থাকে তার আশে পাশে প্রায়  ৩ একর এলাকা জুড়ে তার বিচারন থাকে। এছাড়াও এই জায়গা গুলো খুজে খুজে ইদুর শিকার করে। যার ফলে ইদুরের কারনে যে ফসল নস্ট হয় তার থেকে রক্ষা পাওয়া যায়।
কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর ইদূর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ধান ও গমের। কিন্তু ইদুর নিধনের জন্যে দাড়াশ সাপটি যেহেতু পটু সেহেতু এই সাপ রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসল রক্ষার পাশাপাশি কৃষি বিভাগের যে টাকা ইদুর নিধনে খরচ করে তা রক্ষা সম্ভব। কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারনার ফলে মেরে ফেলা হচ্ছে কৃষকের বন্ধু এই দাড়াশ সাপকে। মানুষের ধারণা এই সাপ বিষাক্ত অনেকটা কোবরার মত যার কামড়ে মানুষের প্রানহানি ঘটে।
কিন্তু এই সাপযদি কামড়ও দেয় তবুও আক্রান্ত ব্যাক্তির কোন ক্ষতির সম্ভবনা নেই। অনেকে কোবরার সাথে মিলিয়ে মেরে ফেলে এই সাপকে। সাপ দেখলেই মারতে হবে এমন ধারনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দিন দিন এই সাপ কমে যাওয়ার কারন তাদের আবাসস্থল ধ্বংস ও প্রজনন সমস্যা এছাড়াও বর্ষাকালে ক্ষেতে খামারে যখন পানিতে টুইটম্বুর মানুষ যখন মাছ মারার ঝাল, ঠেলা ঝাল কিংবা বরশি পাতে সেসবেও ধরা পরে এ সাপ এভাবেও মারা যায় এই প্রজাতির সাপ।
২য় কারন হলো বিষাক্ত ভেবে প্রচুর পরিমানে মানুষের হাতে মারা পরে এই সাপটি। অনেকের ধারনা যে তার মুখেই শুধু বিষ নয় লেজেও বিষ রয়েছে। মুখের পরিবর্তে লেজ দিয়ে আঘাত করলে স্থানটি ধীরে ধীরে পচে যায়। প্রকৃত পক্ষে এই সাপের বিষ তো নেই-ই বরং নিরীহ। কিন্তু রেগে বা ভয়ে কামড় দিলে ক্ষতির সম্ভাবনা নেই কারন এরা নির্বিষ ও নিরীহ।
এছাড়াও গরুর বান চুষা নিয়ে আজগুবি গল্প শুনা যায় লোক মুখে যে রাতে গাভীর বান চুষে দুধ খেয়ে ফেলে যা ভিত্তিহীন কথা। প্রকৃতপক্ষে সাপের জিহবা বিভক্ত হওয়ায় দুনিয়ার কোন সাপই চুষে কিছুই ক্ষেতে পারেনা। আর এভাবেই প্রান হারাচ্ছে কৃষকের বন্ধু দাড়াশ সাপ। বাস্তবতা হলো এটি নির্বিষ এবং প্রকৃতির জন্যে বিশেষ করে কৃষির জন্যে উপকার। তবু সাপ সম্পর্কে আমাদের দেশের মানুষের অযাচিত ভয় অজ্ঞতার কারণে আমরা এই প্রাণীটিকে দেখলে প্রাণঘাতী মনে করে মেরে ফেলি। কিন্তু উন্নত বিশ্ব সাপকে কাজে লাগাচ্ছে নতুন এক অর্থনৈতিক পণ্য হিসেবে।
আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

কৃষকের বন্ধু দাড়াশ সাপ বিলুপ্তি প্রায়। 

আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
সাইফুর নিশাদ 
নরসিংদী প্রতিনিধিঃ 
সাপ দেখলেই বেশিরভাগ মানুষের স্বভাব মেরে ফেলা। তাদের কাছে সাপ মানেই আতংক। সাপ মানেই বিষধর। কিন্তু বাস্তবতা হলো সব সাপই বিষধর নয়। বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ রয়েছে এবং এই সাপের প্রায় তিন চতুর্থাংশ সাপ  নির্বিষ যার একটি দাড়াশ সাপ কিন্তু তা মানুষ মানতেই চায়না। তাকে দেখা মাত্রই নিমোকহারাম বলে মারার জন্য ছুটে যায় মানুষ।
তাছাড়া গ্রামাঞ্চলের মানুষের মুখে মুখে দাড়াশ সাপ সম্পর্কে ভুল কিছু ধারনা প্রতিষ্ঠিত। কেননা বর্ষার মৌসুমে সাপের উপদ্রব বাড়লে কাউকে দংশন করিলে আন্দাজেই বলে দেয় দাড়াশ সাপে কেটেছে। গ্রামের মানুষেরা এই সাপকে আবার কালি দাড়াশ নামেও ডাকে যাকে অনেক বিষাক্ত সাপ বলে অভিহিত করে। দাড়াশ সাপ মূলত কৃষি জমিতেই থাকতে বেশি পছন্দ করে। যার ফলে কৃষি জমিতে কাজ করার সময় সাপের দেখা মেললেই তাকে মেরে ফেলে কৃষকরা। দাড়াশ সাপ সম্পর্কে মানুষের কুসংস্কারপূর্ন ধারণার ফলে প্রাণ দিতে হয় কৃষকের বন্ধু হিসেবে খ্যাত নির্বিষ এই সাপকে।
মানুষের ধারণা দাড়াশ একটি বিষাক্ত সাপ। যার কামড়ে মানুষের প্রানহানি ঘটে। দেখতেও ভয়ানক। কিন্তু প্রকৃত বাস্তব হলো দাড়াশ একটি নির্বিষ সাপ যা দেখতেও খুব সুন্দর। এই প্রজাতির সাপেরা ২০০ থেকে সর্বোচ্চ ৩৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের গায়ের রঙ হালকা বাদামী, হলুদ বাদামী কিংবা জলপাই বাদামী ও হয়ে থাকে। মাথায় কোন ফনা থাকেনা এবং গোখরা সাপের থেকে বেশ সরু।
এদের সবচেয়ে প্রিয় খাবার ইদূর হওয়ায় বিজ্ঞানিরা এর ইংরেজি নাম দিয়েছে( Rat Snake) কোন কোন এলাকায় এই সাপকে দারাজ সাপ নামেও পরিচিত। এরা গাছ বেয়ে উঠতে বেশ দক্ষ, দ্রুত ছুটতেও পারে। এই সাপ ডজনখানেক আঠালো ডিম পাড়ে যা দুই মাসের মধ্যে বাচ্চা ফুটাতে সক্ষম।
এই সাপ যে জমিতে থাকে তার আশে পাশে প্রায়  ৩ একর এলাকা জুড়ে তার বিচারন থাকে। এছাড়াও এই জায়গা গুলো খুজে খুজে ইদুর শিকার করে। যার ফলে ইদুরের কারনে যে ফসল নস্ট হয় তার থেকে রক্ষা পাওয়া যায়।
কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর ইদূর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে ধান ও গমের। কিন্তু ইদুর নিধনের জন্যে দাড়াশ সাপটি যেহেতু পটু সেহেতু এই সাপ রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসল রক্ষার পাশাপাশি কৃষি বিভাগের যে টাকা ইদুর নিধনে খরচ করে তা রক্ষা সম্ভব। কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারনার ফলে মেরে ফেলা হচ্ছে কৃষকের বন্ধু এই দাড়াশ সাপকে। মানুষের ধারণা এই সাপ বিষাক্ত অনেকটা কোবরার মত যার কামড়ে মানুষের প্রানহানি ঘটে।
কিন্তু এই সাপযদি কামড়ও দেয় তবুও আক্রান্ত ব্যাক্তির কোন ক্ষতির সম্ভবনা নেই। অনেকে কোবরার সাথে মিলিয়ে মেরে ফেলে এই সাপকে। সাপ দেখলেই মারতে হবে এমন ধারনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দিন দিন এই সাপ কমে যাওয়ার কারন তাদের আবাসস্থল ধ্বংস ও প্রজনন সমস্যা এছাড়াও বর্ষাকালে ক্ষেতে খামারে যখন পানিতে টুইটম্বুর মানুষ যখন মাছ মারার ঝাল, ঠেলা ঝাল কিংবা বরশি পাতে সেসবেও ধরা পরে এ সাপ এভাবেও মারা যায় এই প্রজাতির সাপ।
২য় কারন হলো বিষাক্ত ভেবে প্রচুর পরিমানে মানুষের হাতে মারা পরে এই সাপটি। অনেকের ধারনা যে তার মুখেই শুধু বিষ নয় লেজেও বিষ রয়েছে। মুখের পরিবর্তে লেজ দিয়ে আঘাত করলে স্থানটি ধীরে ধীরে পচে যায়। প্রকৃত পক্ষে এই সাপের বিষ তো নেই-ই বরং নিরীহ। কিন্তু রেগে বা ভয়ে কামড় দিলে ক্ষতির সম্ভাবনা নেই কারন এরা নির্বিষ ও নিরীহ।
এছাড়াও গরুর বান চুষা নিয়ে আজগুবি গল্প শুনা যায় লোক মুখে যে রাতে গাভীর বান চুষে দুধ খেয়ে ফেলে যা ভিত্তিহীন কথা। প্রকৃতপক্ষে সাপের জিহবা বিভক্ত হওয়ায় দুনিয়ার কোন সাপই চুষে কিছুই ক্ষেতে পারেনা। আর এভাবেই প্রান হারাচ্ছে কৃষকের বন্ধু দাড়াশ সাপ। বাস্তবতা হলো এটি নির্বিষ এবং প্রকৃতির জন্যে বিশেষ করে কৃষির জন্যে উপকার। তবু সাপ সম্পর্কে আমাদের দেশের মানুষের অযাচিত ভয় অজ্ঞতার কারণে আমরা এই প্রাণীটিকে দেখলে প্রাণঘাতী মনে করে মেরে ফেলি। কিন্তু উন্নত বিশ্ব সাপকে কাজে লাগাচ্ছে নতুন এক অর্থনৈতিক পণ্য হিসেবে।