
তারেক হাসান, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের সামনের টিএসসির মোড়ে সাভার পরিবহনের এক বেপরোয়া বাসের ধাক্কায় রিকশা পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন এবং গুরুতর আহত দুই।
আজ ১৮ই সেপ্টেম্বর (রোববার) সকাল সাড়ে ছয়টায় ভিক্টোরিয়া পার্কের পাশে মর্মান্তুিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে সাভার পরিবহনের একটি বাস কবি নজরুল কলেজের পাশ থেকে বেপরোয়া গতিতে সদরঘাট অভিমুখী আসতে থাকে। তখন বাসটির বেপরোয়া গতি দেখে আশেপাশের পথচারীরা সবাই ফুটপাতের উপরে উঠে যায়।
প্রত্যক্ষদশী আরও জানান, শেষ পর্যন্ত বাসটির চালক গতি সামলাতে না পেরে ফুটপাতের উপরে তুলে দেয়। তখন তাৎক্ষণিক মসজিদ থেকে নামাজ পড়ে সদরঘাট যাওয়া একজন পথচারীর উপরে বাসটি উঠে গেলে সঙ্গে সঙ্গে তিনি মারা যায়।
এদিকে বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী আকাশ দাশ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি সকালে প্রতিদিনের মতো রিক্সা করে ক্যাম্পাসে আসতেছি বাসা থেকে। রিক্সাটি যখন ভিক্টোরিয়া পার্কের টিএসসির দিকে আসতে থাকে তখনি বাসটি একজন ব্যক্তিকে চাপা দিয়ে আমাদের রিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে আমি রাস্তায় পরে যাই এবং রিক্সা চালকও রাস্তায় লুটিয়ে পড়ে।
তাৎক্ষণিক আমার মাথা ফেটে গেলে লোকজন আমাকে ধরাধরি করে ন্যাশনাল মেডিকেল এ নিয়ে যায়। এরপর কি ঘটেছে আমি বলতে পারি না, তবে ওই পথচারী সঙ্গে সঙ্গে মারা যায়। আমার মাথায় ছয়টা সেলাই করা হয়েছে এখনো ঠিক করে বসতে পারছি না। একটু পর সিটিস্ক্যান করাতে নিয়ে যাবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানায়, বাসটির চালক এবং হেলপার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পরবর্তী পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। আমরা শুনেছি বাসটির মালিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আহত একজন আমাদের ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মী তাকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সেই আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি বাসটির বিরুদ্ধে। যদি লিখিত অভিযোগ তাহলে আমরা ব্যবস্থা নিবো।
মোস্তফা কামাল আরও বলেন, বাসটি আমাদের ক্যাম্পাসের কারও কিনা এ বিষয়টি সম্পর্কে আমরা কিছুই জানি না। এ বিষয়ে থানার লোকজন বলতে পারবে।
সূত্রাপুর থানার পুলিশ জানায়, বাসের ধাক্কায় পথচারী নিহত হন। তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত রিকশাচালক একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্র জানায়, আহত আকাশকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।