
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় মাদরাসার ছাত্রদের মাঝে এবং পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বর্তমান যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুনের উদ্যোগে ২৮ অক্টোবর দুপুরে ভালুকা দারুল আরকাম মডেল মাদরাসায় মিলাদ, দোয়া ও ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
পরে ভালুকা বাসস্ট্যান এলাকায় পথচারীদের মাঝে খাবার বিতরন করেন এবং পরিশেষে মল্লিকবাড়ি ইউনিয়নের গুচ্ছগ্রামে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী যথাক্রমে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ইত্যাদি বিতরন করেন।
যুবলীগ নেতা মনিরুজ্জামান মামুন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে রান্না করা খাবার বিতরন করেছি এবং কিছু অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমি সব সময় গরিব, দুঃখি ও অসহায় মানুষের পাশে দারাবার চেষ্টা করি।
এ চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় তিনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসির কাছে দোয়া প্রার্থনা করেন। অন্যানের মাঝে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম এমরান, আলমগীর হোসেন সরকার, ফরহাদ খান, ইমন হাসান খান জনি, ফরিদুজ্জামান ফরহাদ, মুঞ্জুরুল ইসলাম, আল ইমরান, সাদিকুর রহমান সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।