
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এই উৎসবের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অষ্টমীর পুষ্পাঞ্জলি, বিহিতপূজা ও সন্ধি পূজার আরতি।
আজ সোমবার মহাঅষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ। সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় শ্রী শ্রী কালাচাঁদ মন্দির ও শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন মেহেন্দিগঞ্জ – হিজলা সংসদ সদস্য জননেতা পংকজ নাথ এমপি বরিশাল -৪ মন্দিরে চণ্ডিপাঠ এবং চন্দনের সুবাস মুখরিত স্নিগ্ধ করে তুলেছে মণ্ডপ প্রাঙ্গণ। পাশাপাশি পূণ্যার্থীরা পবিত্রচিত্তে দেবী মহামায়ার পায়ে অঞ্জলি প্রদান করে।
এরপর প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দর মাঝে এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু সুভাস চন্দ্র সরকার, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, উপজেলা শিক্ষা ও মানব বিষয় সম্পাদক মোঃ মসিউর রহমান নিউটন, মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্দা কমান্ডার শাহআলম বয়াতি, চরগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল বারি মনির, চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মোল্লা, আলিবাদ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাওলাদার, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ মনি, আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন, বিদ্যান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর জলিল, জাঙ্গালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ কাদের ফরাজী, সহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও২নংওয়ার্ড কাউন্সিলর এস এম সাজাহান সোহেল মোল্লা, আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে এম সুমন ফরাজী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জিএস হাবিবুর রহমান খোকন, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির জমদ্দার, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াব আলী আখন, সাধারন সম্পাদক মোঃ রুলআমিন পলাশ রাড়ী, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাদিম মাহমুদ তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাকিল বেপারী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী উপস্থিত ছিলেন।