
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় শন্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে কসবা উপজেলা মিলনায়তনসহ জেলার ৯টি উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত চলা এ নির্বাচনে ১৩৯৪ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতিটি কেন্দ্রেই ইভিএমএ ভোটগ্রহন চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুল আলম এমএসসি প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলার ৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।