
কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা :
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে একটি রেলি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। এছাড়া দিবস টি উপলক্ষ্য কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, পিআইও সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক বৃন্দ, সাংবাদিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।