
কাউখালী প্রতিনিধি :
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন গ্রামে ঘর বাড়ি,গাছপালা বিদ্ধস্ত হয়েছে। ভেসে মৎস্য ঘেরের মাছ, ক্ষতিগ্রস্থ হয়েছে খেতের ফসল।
গাছ পড়ে বিভিন্ন স্থানে ছিড়ে গেছে বৈদ্যুতিক খুঁটির তার।বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশিরভাগ এলাকা। তবে এবারের ঝড়ে কোন মানুষ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে কাউখালীতে ছয়টি কাঁচা ঘর বিধ্বস্ত ও ৬০ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে সব তথ্য আমাদের কাছে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে।