
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে।৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
কর্মসূচি মধ্যে রয়েছে, আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ, সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনের জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়া, সমাবেশ, ক্রিয়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু।
অনুষ্ঠানের সভাপতিত্ব পালন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি , সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।