
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশের বই এখনো আসেনি, মাধ্যমিক ও মাদ্রাসায় এসেছে অর্ধেক।
মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শুধু প্রাক প্রাথমিক ছাত্র-ছাত্রীদের বই এসেছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোন ছাত্র-ছাত্রীর বই আসেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, আশা করি পহেলা জানুয়ারি শিক্ষার্থীর কাছে নতুন বই পৌঁছে দেব। অপরদিকে, উপজেলার ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চাহিদার বিপরীতে অর্ধেক বই এসেছে। উপজেলার ১২ টি মাদ্রাসার চাহিদার অর্ধেক বই এসেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান জানান, আশা করি পহেলা জানুয়ারি ছাত্র ছাত্রীদের কাছে নতুন বই পৌঁছে দিতে পারব।