
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উন্নয়ন মুলক কাজ চলাকালীন স্বেচ্ছাসেবী হয়ে রাস্তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। কর্মসৃজন প্রকল্পের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে কাজ করছেন বলে ফেসবুকে ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাস্তার কাজ পরিদর্শনে ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাগণ, দলীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্যদের এবং আপামর-জনসাধারণ দের সাথে নিয়ে আজ ৫ মার্চ নলসোন্দা টু তারাবাড়িয়া কবরস্থান পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে নিজেই স্বেচ্ছা শ্রমে মাটির টুপরী মাথায় নিলেন। তিনি পরপর তিন- চারদিন স্বেচ্ছাশ্রমে রাস্তা, গ্রামগুলোর কাচা রাস্তা নির্মাণে তদারকির পাশাপাশি নিজেও কাজে নেমে পড়েন।
এতে করে এলাকার জনসাধারণের এবং শ্রমিকদের মাঝে কাজের গতি কয়েক গুণ বৃদ্ধি পায়। মাননীয় প্রধানমন্ত্রীর শ্লোগান ” গ্রাম হবে শহর ” শ্লোগানে ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সলপ ইউনিয়ন কে সাজাতে চান জাতির পিতার মতো করে। গত কয়েকদিন আগে সোনতলা উত্তরপাড়া হতে ঘাটিনা গ্রামে সংযোগ সড়কে এলাকাবাসীর স্বেচ্ছা শ্রমের সাথে একাত্বততা প্রকাশ করে নিজেও কাজ করেছেন শ্রমিকের মতোই।