
বন্দর উপজেলা প্রতিনিধি:
বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আলী ও সিনিয়র সহ-সভাপতি
প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান বন্দর উপজেলার পাচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মদনপুর ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত সফল চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বন্দরের গনমানুষের নেতা, তৃণমূলের নেতা-কর্মীদের আশ্রয়স্থল জননেতা আলহাজ্ব গাজী এম এ সালাম সাহেবকে।
এসময় মদনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, ধামগড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ রহিম বাদশা, মুছাপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক মোঃ মিজান, বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাহাজ্জুদ ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ সোহাগ সহ বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।