
মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর, তাহিরপুরের দুস্থ ও দরিদ্র এক হাজার নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় ধর্মপাশা বঙ্গবন্ধু চত্বরে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. সেলিম আহমেদের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষ জনদের মাঝে কমল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু , উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রোকন উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো:সেলিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
কিন্তু সুনামগঞ্জ ১আসনে সংসদ সদস্য পদে যোগ্য নেতৃত্বের অভাবে সার্বিকভাবে উন্নয়নের দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকা আমি আপনাদের সামনে নির্বাচন করার জন্য আসি নাই, আমি করোনা চলাকালীন এবং ভয়াবহ বন্যায় আমি আমার মত করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এবং সময় অসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি, শেখ হাসিনা যদি আমাকে নৌকার প্রার্থী হিসাবে আপনাদের মাঝে পাঠায় আমি আপনাদের নিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনব।
আমরা যারা নৌকা মনোনয়নের জন্য মাঠে কাজ করছি আমার ব্যক্তিগত মত হল কারোর প্রতি আমার কোন প্রতি হিংসা নেই। প্রত্যকের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আর তাহল জাতির জনকের ন্যায় নীতির আদর্শ বাস্তবায়ন করা । নিজ স্বার্থের উর্ধ্বে উঠে সবাই মিলেমিশে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।