
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক
বিভাগীয় কমিশনার সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে চা শ্রমিকদের অবদান অপরিসীম। এজন্য তাদের মজুরি শিক্ষা, চিকিৎসাসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। এসডিজি লক্ষ্য মাত্রা বাস্তবায়নে কাজ করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনা আক্তার, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. বশির আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, নিঃস্ব সহায়ক সংস্থার সভাপতি জামিল আহমদ চৌধুরী, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক নাজমিন সুলতানা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা আছমা কামালী শান্তা, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা, কমলগঞ্জ চা শ্রমিক নেতা হরি শংকর তাতী, ইউপি সদস্য রুবা আক্তার, রুমা আক্তার প্রমুখ।