
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে অপহরণ চক্রের ০৩ সক্রিয় সদস্য গ্রেফতার; অপহৃত ভিকটিম উদ্ধার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
গত ১০ জুলাই ২০২২ তারিখে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মাঝিনা এলাকায় একজন ভিকটিম অপহরণকারী চক্রের সদস্য কর্তৃক অপহৃত হয়। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব- ১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ আপন ইসলাম @ রিফাত (২২), পিতা-মোঃ বাবুল হোসেন, মাতা-আমেনা বেগম, ২। মোঃ বাবুল হোসেন (৪০), পিতা-মোঃ আক্তার হোসেন, মাতা-রোকেয়া বিবি, উভয় সাং-মাঝিনা, লোহার পুকুর পাড়, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, এ/পি-মিজমিজি, দক্ষিণ পাড়া (নাছির সাহেবের রিক্সার গ্যারেজ), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ বাবুল হোসেন (৬৫), পিতা-মৃত রফিক মন্ডল, মাতা- সাহেরা বিবি, সাং-মাঝিনা, লোহার পুকুর পাড়, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, এ/পি- মিজমিজি, দক্ষিণ পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা প্রায়ই ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে উতক্ত্য সহ বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করে প্রেম নিবেদন করত। ভিকটিমের বাবা উক্ত ঘটনার বিষয়ে আসামীর বাবাকে জানালে তারা কর্ণপাত না করে রাগান্বিত হয়ে অপহরণের সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে আসামীরা সুযোগ বুঝে ভিকটিমকে অপহরণ করে নারায়ণগঞ্জে নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামীদেরকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
এ কে এম মুনিরুল আলম
স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক
কোম্পানী কমান্ডার র্যাব-১১,
সিপিসি-১, নারায়ণগঞ্জ