
প্রেস বিজ্ঞপ্তি:
খুলনায় ভারত -বাংলাদেশের শিল্পীদের সমন্বয় সবুজ পাতার দেশ’র সাংস্কুতিক উৎসব পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠার ১০ বছর উপলক্ষে এই আয়োজন।
প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সোনাডাঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজগর বিশ^াস তারা, মো. জাফর আলী খান ও মো. মাছুদুর রহমান শিলটন। অতিথি ছিলেন ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল’র আবসর প্রাপ্তসদস্য কে এম ওহিদুল আলম।
সভাপতিত্ব করেন, সংঠনের সভাপতি ইফফাত সানিয়া ন্যান্সি। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও পরিচালক শরিফুল ইসলাম টিটো। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশীয় সংস্কৃতি আমাদের হৃদয় লালন করে আগামী প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপস্থিত ছিলেন ভারত থেকে আগত শিল্পী রবীন মজুমদার, মলয় পোদ্দার, রতন মিত্র, মৌসুমি আদক, পায়েল সামন্ত। খুলনার মোস্তফা নূরুজ্জামান, চট্টগ্রাম থেকে আগত হাসান জাহাঙ্গীর ও নাহিদ নেওয়াজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ এইচ এম নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মুনীর। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তা প্রেরক
শরিফুল ইসলাম টিটো
সাধারণ সম্পাদক