
মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার খাশেরহাট বন্দরে বোম্বে সুইটস এন্ড কোম্পানির সেলস অফিসার অনিমেষ তালুকদারের উপর হামলা চালিয়ে তাকে মারপিঠ ও ১লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, ৫ই মার্চ রোজ রবিবার দুপুর ১২.৩০মিনিটের সময় অনিমেষ তালুকদার খাশেরহাট বাজারের দোকানদার মনিরের কাছ থেকে পাওনা ১,৭৫,০০০/-টাকা নিয়া খাশেরহাট বন্দরের ব্যবসায়ী মৃত বাবুল খানের পুত্র জহির খানের দোকানের সামনে আসলে জহির খান, তুহিন সহ আরও ২/৩ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে লাঠিশোটা ও লোহার রড নিয়া অনিমেষ তালুকদারের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
অনিমেষ তালুকদারের ডাক চিৎকারে বাজারের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে তাকে চলে আসতে বলে। অনিমেষ তালুকদার জহিরের দোকানের পিছনের গলি দিয়ে আসার সময় পুনরায় তার উপর হামলা চালায় জহির খান ও তার লোকজন।
এসময় অনিমেষ তালুকদারের সাইড ব্যাগে থাকা ১লক্ষ ৭৫হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। বাজারের লোকজন অনিমেষ তালুকদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অনিমেষ তালুকদার বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন তিনি।