
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের ৫০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিবসটি উদযাপিত হয়েছে।
জন্মদিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, বেগ ফারুক আহমেদ, এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, কমল সরকার, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য হুমায়ুন কবির, কাজী আব্দুল্লাহ আল আমীন, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব ও আরিফ আহামেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেও জন্মদিবসটি উদযাপন করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।