
মোঃ গোলাম রাব্বী , পটুয়াখালী:
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর সেতুর পাড়ে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রোজা বিনতে রিয়া মণি নামের ছয় বছরের শিশু কন্যা ঘটনাস্থলে মারা গিয়েছে। এ ঘটনায় মৃত রোজার মা জেসমিন বেগম, বড় ভাই জোনায়েদ ও অপর যাত্রী মো. জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
বুধবার ভোর ৪টার দিকে পটুয়াখালী ব্রীজের উত্তরপাড়ে যাত্রীবাহী ইকোনো পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। আহত ১৫ জন যাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের বাড়ি দেশের বিভিন্ন স্থানে।
এ বিষয়ে,পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জান জানান, পুলিশ দূর্ঘটনাকবলিত এলাকা থেকে বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে এসেছে।