
মোঃ আব্দুর রব, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা মাধনগর থেকে তুহিন ও সোহেল রানা নামের দুই মাদক ব্যবসায়ীকে হিরোইন ও গাঁজাসহ আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন ০৭/০৩/২০২৩ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন পূর্ব মাধনগর কলেজপাড়া গ্রামস্থ আসামী মোঃ তুহিন সরদার (২২), পিতা-মৃত বেলাল সরদার এর বাড়ীর সামনে পুকুর পাড়ে হতে ২.৬৫ (দুই দশমিক ছয় পাঁচ) গ্রাম হেরোইন, ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০ (পঞ্চাশ) গ্রাম শুকনা গাঁজা সহ আসামী ১। মোঃ তুহিন সরদার (২২), পিতা-মৃত বেলাল সরদার, সাং- পূর্ব মাধনগর (কলেজপাড়া), ২। মোঃ সোহেল রানা (২৭) পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং-পূর্ব মাধনগর (পুকুরপাড়া), উভয় থানা- নলডাঙ্গা,জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত
আসামীদ্বয়ের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৬, তাং-০৮-০৩-২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ৮ (ক)/১০ (ক)/১৯ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ০১ নং আসামী মোঃ তুহিন সরদার এর বিরুদ্ধে পূর্বের ০১টি অন্যান্য, ০১টি চুরি ও ০৩টি মাদক মামলা রয়েছে এবং ০২ নং আসামী মোঃ সোহেলা রানা এর রিরুদ্ধে পূর্বে ০৪টি অন্যান্য, ০১টি চুরি ও ০২ টি মাদক মামলা রয়েছে।