
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার ঝিকরগাছা-নাভারণ হাইওয়ে থানা পুলিশ ৪৫ বোতল বিদেশিমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বুধবার দিবাগত রাত তিন টায় নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন– ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক(২৪) ও সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান(৪৩)ও প্রাইভেটকার চালক বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।উল্লেখ্য আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান সম্পর্কে পিতাপুত্র।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান করে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ব্যাকডালার ভেতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেট কারসহ আসামি ৩ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।