
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
স্মাট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, মহড়া ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজনে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, ফায়ার সার্ভিস
এন্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী পরিচালক লিটন দাস, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে শহরের ফারুকি পার্ক চত্তর থেকে একটি র্যালি বের হয়ে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।