
এম. আহমদ আলী, বার্তা প্রেরক:
দক্ষিণ সুরমার সিলাম আশ্রয়ণ প্রকল্পের ১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলাম আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে পশ্চিম পাড়ায় এক আলোচনা ও দোয়া মাহফিল ১৩মার্চ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা। ভূমিহীন আন্দোলন সিলেট জেলা শাখার সহ-সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও মোঃ নূর মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী লিয়াকত আলী, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান ইমাদ উদ্দিন নাসীরি, সাবেক মেম্বার শফিকুল হক, ভূমি অফিসার মোছাব্বির আহমদ, সিলেট গণদাবী পরিষদের সহ-সভাপতি ডা. হাবিবুর রহমান, নয়া পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী সুমন আহমদ, সাংবাদিক এম. সাওয়ার হোসেন সৌরভ প্রমুখ।
প্রধান অতিথি নুসরাত লায়লা নীরা বলেন, সিলাম আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহহীনদের গৃহ নির্মাণ করে উপহার দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্র্ষিকীতে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে এক প্রকল্প বাস্থবায়ন করেছেন। প্রধানমন্ত্রী জন্য এই দোয়া মাহফিল সত্যিই প্রশংসনীয়। এই আশ্রয়ণের বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে দেখাশোনা ও সহযোগিতা করি। তাদের নিরাপত্তা সহ সকল সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
এর আগে কোরআনে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার ওসি মোঃ রেজাউল করিম সহ একদল পুলিশ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রবাসী লিয়াকত আলী একটি গভীর নলকূপ নিজ খরচে বাসিন্দাদের পানীয় জলের জন্য ব্যবস্থা করে দেওয়ার ঘোষনা দেন। বিজ্ঞপ্তি