
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নেত্রকোণার বারহাট্টায় কোর্ট রোড এলাকায় দৃষ্টিনন্দন নবনির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উক্ত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীল খোকন, জেলা পরিষদের সদস্য মোঃ লুৎফুর রহমান চঞ্চল, হাসিবুর রহমান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান লিটন, আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুলহক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।