
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্যসেবা প্রচারণা সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভাগের কর্মকর্তা কর্মচারীরা একটি শুভযাত্রা উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্ব বক্তব্য রাখেন, ডাক্তার মৃদুলা কর, আরএম ডাক্তার দীপ্ত কুণ্ড, ডাক্তার তৌফিক হাসান, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন এবিএম আনিসুল হক।