
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)ঃ
বাঙালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ। সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪৩০।
নতুন বছরকে স্বাগত জানাতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রাটিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আবু জাফর চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক,ফুলবাড়ী ফায়ার সার্ভিস ইনর্চাজ মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার নূর ইসলাম, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক আজগার আলী, প্রচার সম্পাদক মোরসালিন ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা হলরুমে রচনা প্রতিযোগীতা,চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।