
মোঃ আবদুল্লাহ বুড়িচং:
১লা বৈশাখ ১৪৩০ বাংলা ১৪ ই এপ্রিল ২০২৩ ইংরেজি রোজ :- শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০-উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টায় একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কশিমনার (ভূমি) সামিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, পল্লী সঞ্চয় কর্মকর্তা হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সহ আরোও অনেকে।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী মঙ্গল শোভাযাত্রা শেষে বুড়িচং উপজেলায় সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ কর্মসূচি শেষ হয়।