
প্রেস বিজ্ঞপ্তি:
সিলেটবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের ঈদ শুভেচ্ছা
এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ সকলের জীবনে অত্যন্ত আনন্দের। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সদস্য সচিব আফসর খাঁন।
তারা এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে খুশির সওগাত নিয়ে সমাগত ঈদুল ফিতর রমজানের আমাদেকে সাম্য মৈত্রী ও সমতার বার্তা দেয়। কিন্তু দেশে আজ সমতা নেই। একপক্ষ শোষণ করছে আর গোটা দেশবাসী শোষিত হচ্ছে। এমন সময়ে আমরা ঈদ উদযাপন করছি যখন গণতন্ত্রের মা দেশের ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রের জালে বন্দি হয়ে গৃহন্তরীন, দেশের ভবিষ্যৎ কর্ণধার দেশনায়ক তারেক রহমান আজ প্রিয় মাতৃভূমিতে ফিরতে পারছেন না। সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনছার সহ দলের অসংখ্য নেতাকর্মীকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। দলের হাজার হাজার নেতাকর্মী জালিমের কারাগারে বন্দি। তাদের পরিবারের আজ ঈদের আনন্দ নেই। তাছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবন আজ দুর্বিষহ জীবন যাপন করছে। দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে এমন প্রত্যাশা নিয়ে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
বার্তা প্রেরক
আফসর খাঁন
সদস্য সচিব
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল