
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে (৩০ এপ্রিল) উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপাড়াপারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, আমরাজুরী ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
সভায় বক্তারা কাউখালীতে দুই একটা ছোটখাটো ঘটনা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো বলে উল্লেখ করেন।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু বলেন, কাউখালী উপজেলায় কোন সন্ত্রাসী থাকতে পারবেনা। থানায় অভিযোগ এলে তদন্ত করে মামলা নিতে হবে। কোন লোক অহেতুক হয়রানি না হয়।
অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, কোন খারাপ লোক কাউখালীতে থাকতে পারবেনা। আমরা জনগণের সেবা করে যাচ্ছি।