
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রিশাদ হোসেন ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্তের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষক ওবায়দুল শিকদারের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
আমরাজুরী ইউনিয়নের মাগুরা গ্রামের অসুস্থ কৃষক শংকর সুতার এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতা কর্মীরা। উপজেলা ছাত্রলীগের নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে কাউখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে।