
জাহিদ হাসান চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির ২০২৩-২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট পদে তাহমিনা ফেরদৌস লাবনী ও সেক্রেটারী কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
শনিবার শহরস্থ একটি অভিজাত চাইনিজ রেষ্টুরেন্টে ক্লাবের ৭৮১তম নিয়মিত সভা ও ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন, ক্লাব ট্রেইনার পিপি মো. এনামুল হক, ভাইস প্রেসিডেন্ট মাকসুদা আক্তার প্রীতি, এড. নজরুল ইসলাম সোহাগ, জয়েন্ট সেক্রেটারী ডা. মুসা হাসনাত, ট্রেজারার পিপি এ.কে.এম সাইফুল ইসলাম মজুমদার, ক্লাব সার্ভিস ডিরেক্টর পিপি ফারুক আহমেদ, কমিনিউটি সার্ভিস ডিরেক্টর সিপি এম মামুনুর রশিদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পিপি ফজলুল হক বাবলু, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর ডা. পিপি শাহাদাত হোসেন, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর পিপি গোলাম সরওয়ার কামরুল, এডিটর পিপি ইঞ্জি. নজরুল ইসলাম, সার্জেন্ট এ্যাট- আর্মস পিপি আবুল কাশেম।
ক্লাব সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রোটারী ক্লাব অব ফেনী অপরূপার চার্টার প্রেসিডেন্ট এম. মামুনুর রশিদ।