
প্রেস বিজ্ঞপ্তি
খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার সময় হাতে নাতে ধরা পড়ায় র্যাবের পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করতঃ ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র্যাব-৬, (স্পেশাল কোম্পানি), খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার নতুন বাজার এলাকা ‘মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোর বাইরে থেকে দরজায় তালা দিয়ে ডিপোর ভিতরে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করা হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি), এর আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক দুপুর ১৪.১০ ঘটিকা থেকে রাত ১৭.৩০ ঘটিকা পর্যন্ত মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ও এক্সীকিউটিভ ম্যজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এর সহযোগীতায় মোবাইল কোট পরিচালনা করে।
এ সময় অবৈধ ভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১। আসাদুল (৩০), থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ ২। চাঁন মিয়া (৩২), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, ৩। সিরাজুল (২৬), থানা-দাকোপ, জেলা-খুলনা, ৪। মনির (৩৩), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট, ৫। রুবেল (২২), সাং-আমুয়া, থানা-কাটালিয়া, জেলা-ঝালকাঠিদ্বয়কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা করে অর্থদন্ড প্রদান এবং ৬। রিপন শেখ (২৫), থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাটকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপদ্রব্য পুশকৃত জেলি ও আনুমানিক ৩০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
জব্দকৃত অপদ্রব্য পুশকৃত জেলি ও ৩০০ কেজি চিংড়ি সহকারী কমিশনার ও এক্সীকিউটিভ ম্যজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক ভাবে সেচ্ছায় পরিশোধ করে। যাহা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।