
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরে কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, কাজি মাসুদ ইকবাল, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা চৈতি, আমিনুর রশিদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক অধ্যক্ষ অলক কর্মকার, কোষাধাক্ষ আকবর হোসেন দুলাল সহ আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, আওয়ামী লীগ নেতা সোহাগ তালুকদার। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।