
বুড়িচং প্রতিনিধি:-
কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই এবং শেখ রাসেল দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৷
কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে বই ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ এ সময় পূর্বঘোষিত জি পি এ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়৷
এবং সদ্য প্রতিষ্ঠিত মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণীতে যারা জি পি এ -৫ নিয়ে ভর্তি হবে এ বছরের ন্যায় আগামীতে ও তাদের কে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হবে বলে ঘোষনা করা হয়, এ সময় কলেজের প্রভাষক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷