
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চতুর্দিকে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের নারী-পুরুষদের শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি- ময়মনসিংহের গৌরীপুরে উঠোন বৈঠকে এসব কথা বলেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এমপি প্রার্থী নাজনীন আলম।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে বিগত কোন সরকারই এই উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। আমি শেখ হাসিনার উন্নয়ন অগ্রাযাত্রায় নিজেকে যুক্ত করে আপনাদের পাশে থাকতে চাই।
শুক্রবার দুপুরে উপজেলার মাওহা ইউনিয়নের নয়ানগর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল কদ্দুস সভাপতিত্ব করেন। স্থানীয় বাসিন্দা মোঃ রুক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, মোঃ বাচ্চু মিয়া, আমিরুল ইসলাম, মাওহা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ প্রমুখ।