
গতকাল ১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে, আনুমানিক ৩,২০,০০০/-(তিন লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩২ (বত্রিশ) গ্রাম হেরোইন এবং আনুমানিক ৬,০০০/-(ছয় হাজার) টাকা মূল্যের ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মনির হোসেন (৫২), পিতা- মৃত খোয়াজ আলী হাওলাদার, মাতা- মৃত আয়শা খাতুন, সাং- বাগেরা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ ২। মোঃ হারুন (৩৬), পিতা- রুস্তুম আলী খাঁ, মাতা- বেগম, সাং- যৌতা, থানা- বাউফল. জেলা- পটুয়াখালী ৩। মোঃ মামুন মিয়া (৩৫), পিতা- মৃত মুমিন মিয়া, মাতা- শাহিদা বেগম, সাং- হামির্দি, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।