
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
আজ রবিবার সকাল ১০ টায় নাটোরের বড়াই গ্রামে বন পাড়া পৌরসভার হল রোমে শারদীয়
দূর্গা পূজা উপলক্ষে বন পাড়া পৌর এলাকার সকল মন্দির সমূহে আর্থিক অনুদান প্রদান সহ পুরোহিত গণের সম্মানী প্রদান ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, মোঃ কে এম জাকির হোসেন, মেয়র বন পাড়া পৌরসভা, তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বী সুষ্ঠু ভাবে যেন পূজা পালন করতে পারে সে ব্যবস্থা করা হবে,পূজার সার্ভিক বিষয়ে বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার মনোয়ন প্রার্থী তিনি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বন পাড়া পৌরসভার প্যানেল মেয়র, মোছাঃ শরিফুন্নেছা শিরিন, গোপাল কুমার দাস, সভাপতি বড়াই গ্রাম পূজা উদযাপন কমিটি, সেক্রেটারি গণেশ চন্দ্র সরকার, বড়াই গ্রাম পূজা উদযাপন কমিটি, বন পাড়া পৌরসভার কাউন্সিলর গন, উপস্থিত ছিলেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।