
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। বর্তমানে ১৭ টি পদের ভিতরে মাত্র নয় জন শিক্ষক রয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।
বর্তমানে সিনিয়র সহকারী শিক্ষক এসএম গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। চারটি এমএলএস পদ থাকলেও আছে মাত্র একটি পদে। ইংরেজি বিভাগে একজন, বাংলা বিভাগে একজন, চারুকলা, ভৌগলিক ব্যবসায়িক শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও গণিত বিষয় শিক্ষক নেই। কোনমতে চারজন অতিথি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৪৬৭ জন ছাত্রী রয়েছে।
বিদ্যালয়ের ছাত্রী সালমা আক্তার রুপাইয়া বলেন, শিক্ষক সংকট থাকার কারণে তাদের লেখাপড়া কিছুটা বিঘ্ন ঘটছে। সাবজেক্ট ভিত্তিক শিক্ষক না থাকার কারণে অনেক সময় ছাত্রীদের ক্লাস করতে খুবই সমস্যা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন বলেন, শিক্ষক সংকটের কথা ডিজি মহোদয়কে অবহিত করা হয়েছে। বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, শিক্ষক সংকটের কথা লিখিত আকারে আমাদের জানালে আমরা ঢাকায় পাঠিয়ে দেব।