
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সীমান্তবর্তী যশোর জেলার বেনাপোলে ২ শত ৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২৫) কে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকির উক্ত থানার খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত আনুমানিক দেড়টায় ছোট আঁচড়া গ্রামে অভিযান পরিচালনা করে, ৫৯ বোতল ফেনসিডিলসহ আসামি জাকির হোসেনকে গ্রেফতার করে এবং একই সময়ে অত্র থানা এলাকার বড় আঁচড়া গ্রামের বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের অনুমানিক মূল্য পাঁচ লক্ষ বাইশ হাজার পাঁচশত (৫,২২,৫০০/-) টাকা মাত্র।
এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।