
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে একটি নির্মাণাধীন একতলা ভবনে নির্মাণ কাজ করার সময় গোবিন্দ শীল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরে ডাকবাংলো রোডে তালুকদার বাড়ি সংলগ্ন মজিবুরের বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের গোবিন্দ শীল (৪৫)। সে উপজেলা সদরের মৃত মনোহর শীলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন এক তলা ভবনের ছাদে রড বাধার সময় পা পিছলে নিচে পরে মাথায় ও বুকে গুরুত্বর আঘাত পেয়ে আহত হয়। সাথে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস পরীক্ষা নিরীক্ষা শেষে গোবিন্দ শীলকে মৃত ঘোষনা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। পরিবারের সাথে কথা বলে তাদের কোন অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।